16
Sep
সামনেই আসন্ন বাংলার সব চেয়ে বড়ো পুজো দুর্গাপূজা। এই পুজোর মরশুমে নাশকতার বড় ছক বানচাল করল দিল্লি পুলিশ! দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের মদতে একদল জঙ্গি ভারতে বড়োসড়ো হামলার ছক কষেছিল। এই দলটিতে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে। এদের মধ্যে তিনজনকে উত্তরপ্রদেশ থেকে, একজনকে রাজস্থানের কোটা থেকে এবং দু’জনকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিসান কামার, জান মহাম্মদ, আলি ওসামা, মহাম্মদ আবু বকর। এদের পুনরায় জেরা করা জন্য প্রত্যেককেই তুলে দেওয়া হবে এনআইএ-এর হাতে। উল্লেখ্য, ধৃতদের কাছে প্রচুর বিস্ফোরকও পেয়েছে…