09
Oct
আনলক ফাইভ পর্বে দেশের সমস্ত ক্ষেত্র খুলে গিয়েছে। রাজ্যে নেই আর লকডাউন। করোনা আছে খবরে আর মানুষ বেরোচ্ছে রাস্তায়, রুটিরুজির টানে । দীর্ঘ টানা সাত-আটমাস ধরে করোনায় একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি আরেকদিকে মানুষের স্বাভাবিক জীবনযাপনের লড়াইয়ে বাড়ছে করোনা সংক্রমণ । এমনটা যে হচ্ছে এটা অস্বীকার করবেন না কেউ। রাজ্যের সমস্ত জায়গায় যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে তার লক্ষণ দেখা যাচ্ছে শিলিগুড়িতে । শিলিগুড়িতে কোভিড চিকিৎসায় সরকারি ভাবে বরাদ্দ যে দুটি হাসপাতাল রয়েছে সে দুটি হাসপাতালে আর কোনো বেড ফাঁকা নেই । সূত্রের খবর ডিসান কোভিড হাসপাতালে ১০০ টি বেডের মধ্যে আর তিন-চারটি বেডই ফাঁকা রয়েছে। চ্যাং কোভিড হাসপাতালের অবস্থাও…