dal lake

২৫ বছরের শীতলতম রাতের সাক্ষী শ্রীনগর

২৫ বছরের শীতলতম রাতের সাক্ষী শ্রীনগর

ভূস্বর্গ কাশ্মীরের বিখ্যাত ডাল লেক পরিণত হল পুরু বরফের চাদরে । শীতের সময় অল্প বিস্তর স্বচ্ছ বরফ জমতে দেখা গেছে শ্রীনগরের এই মোহময়ী লেকে। কিন্তু এই বছর সেই ডাল লেক জমে গিয়ে পুরু বরফের আকার নিয়েছে। জানা গিয়েছে ২৫ বছরের পর বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের এবং লাদাখের মানুষ সব থেকে শীতলতম দিনটির দেখা পেলেন ।  গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের ৮.৪ সেলসিয়াস নীচে নেমে গিয়েছে। ১৯৯১ সাল থেকে এটাই দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা । সেবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস । স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের…
Read More