dagapur tea garden

দাগাপুর চাবাগানে চিতার আতঙ্ক, থমথমে পরিবেশ পুরো এলাকাজুড়ে

দাগাপুর চাবাগানে চিতার আতঙ্ক, থমথমে পরিবেশ পুরো এলাকাজুড়ে

শিলিগুড়ির দাগাপুর চাবাগানে চিতার আতঙ্কে থমথমে পরিবেশ পুরো এলাকাজুড়ে। জানা গেছে দাগাপুর চাবাগানের রেললাইন এলাকায় চিতা বাঘের উপস্থিতির খবর মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে বাগানে যথারীতি চা পাতা তুলতে গিয়ে এক মহিলা শ্রমিক চিতা বাঘটিকে দেখতে পায়। চিতা বাঘটি একটি ছাগলছানাকে ধরে বাগানে টেনে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আতঙ্কে বাগান শ্রমিকরা প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাগান থেকে। খবরটি ছড়িয়ে পড়তেই শুকনা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসেছে । বাঘটিকে ধরতে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তাদের দাবি । এলাকার অধিবাসীদের দাবি বাগানে এর আগেও চিতাবাঘ দেখা গেছে ।কিন্ত বাগান মালিক এবং বনবিভাগের কর্তারা কোনো পদক্ষেপ করেনি । এদিকে চিতাবাঘের আতঙ্কে…
Read More