15
Oct
কোভিডে কাহিল পুরো বিশ্ব। বাদ যাইনি ইউরোপের দেশ গুলিও। ভারতে যেখানে কোভিডেও নিউ নর্মাল হতে চলেছে , সেখানে উল্টো পথে হাঁটছে ফ্রান্স। ফ্রান্সে আবার নতুন করে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে পুনরায় লকডাউন নেওয়ার আভাস দিয়ে রেখেছেন ফ্রান্সের রাষ্ট্রকর্তারা। ফ্রান্সে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারছে না সেদেশের সরকার ।করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফের ফ্রান্সে কারফিউ জারি করলেন প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাকরন ।ক্রমাগত বেড়েই চলেছে এক্টিভ কেসের সংখ্যা। এমত অবস্থায় ফের কারফিউ জারি করতে চলেছে ফ্রান্সের সরকার। ১৭ অক্টোবর থেকে শুরু হবে কারফিউ । ফরাসি প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, প্যারিস ছাড়াও আরও আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি থাকবে। প্রতিদিন রাত…