16
Dec
শিলিগুড়িতে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি শিলিগুড়ির অদূরে কাওয়াখালিতে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে হবে। রাজ্যে কলকাতার পর শিলিগুড়ি দ্বিতীয় বৃহত্তম শহর এবং উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী হলেও স্টেডিয়ামের অভাবে এখানকার খেলোয়াড়রা প্র্যাকটিস এবং প্রতিভার বিকাশ হচ্ছে না। শিলিগুড়ি শহরের প্রান কেন্দ্রে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থাকলেও তাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ক্রিকেট খেলা।প্রাক্তন ক্রিকেটার মনোজ ভর্মা জানান নগরায়ন হলে স্টেডিয়াম বাধ্যতামূলক থাকলেও শিলিগুড়ির ক্ষেত্রে তা ব্যাতিক্রম।শহরকে কেন্দ্র করে গড়ে উঠছে নগরায়ন কিন্তুু কোন স্টেডিয়াম হচ্ছে না।আমরা স্টেডিয়াম তৈরীর দাবী জানিয়ে লাগাদার আন্দোলন করে চলেছি।