cpiml

বিজেপি-কে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানালেন সিপিআই (এম এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

বিজেপি-কে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানালেন সিপিআই (এম এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দেননি। তাই এখানে বিজেপি ছাড়া অন্য কোনও উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন তিনি। সিপিআই (এম এল) লিবারেশনের নেতারাবলেন, বিজেপি দেশজুড়ে বিপর্যয় তৈরি করছে। অসম ও ত্রিপুরা‌র প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,পশ্চিমবঙ্গে কোনভাবেই বিজেপিকে আনা যাবে না। তাহলে এই রাজ‍্যেও বিপর্যয় তৈরি হবে। তাই এবার বিজেপি-কে ভোট না দেওয়ার কথা বলেন তিনি। জলপাইগুড়ি‌তে আয়োজিত সিপিআই (এম এল) লিবারেশনের একটি কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদের সজাগ থাকার কথাও বলেন দীপঙ্কর ভট্টাচার্য। জানান, রাজ‍্যের মোট১২টি আসনে এবার প্রার্থী দিচ্ছেন তারা। শিলিগুড়ির ফাঁসি‌দেওয়া ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী দিচ্ছেন বলে জানান।
Read More
কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ ,পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল

কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ ,পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল

কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাল সিপিআইএমএল জলপাইগুড়ি শাখা। জানা গেছে রবিবার সন্ধ্যায় কদমতলা মোড়ে এই বিক্ষোভ দেখায় তারা। দেশের কৃষকরা আন্দোলন করছে, এ খেয়ে মারা যাচ্ছে অথচ মোদী তাতে কোনো দৃষ্টি দিচ্ছে না। এই কৃষক বিরোধী সরকারের প্রতিফলন ঘটবে।সাধারণ মানুষ এর জবাব দেবে ভোট বাক্সে।দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বাসুদেব বসু বলেন, " কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে।"
Read More