25
Jul
কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই পরিস্থিতিতে বিগত তিন দিন টানা দেশের কোভিড সংক্রমণ ২০ হাজার পার করল। তাই দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ হওয়াই স্বাভাবিক। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা আবার বেড়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা ও কেরলকে নিয়ে। কারণ সেখানে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে। মাস্কও বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে আবার 'মাঙ্কিপক্স' নিয়ে অন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ০৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের…