covid safe home in siliguri

শিলিগুড়ির অমিত আগরওয়াল স্মৃতি ভবনে উদ্ভোধন হলো সেফ হোমE

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের অমিত আগরওয়াল স্মৃতি ভবনে উদ্বোধন করা হলো অত্যাধুনিক ৩০ শয্যার সেফ হোম যেখানে করোনা রোগীরা আইসিইউ, ভেন্টিলেশন, অক্সিজেন এর পাশাপাশি অন্যান্য সব রকম সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই সেফ হোমটি পরিচালিত হবে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি, শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা, সিসিএন ও কোভিড কেয়ার নেটওয়ার্কের দ্বারা। সেফ হোম টির আনুষ্ঠানিক সূচনা করেছেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান শ্রী গৌতম দেব। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাড়িয়ে সবরকম সাহায্য করার জন্য এই সেফ হোমটির তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। অমিত আগরওয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অজিত আগারওয়াল বলেছেন, আগামী দিনে সেফহোম চালু রাখতে তিনি সবরকম…
Read More