07
Feb
শীতকালীন ওলিম্পিক গেমস চলাকালীন চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা মহামারী। এহেন পরিস্থিতিতে এবার আণুবীক্ষণিক জীবটির তাণ্ডব রুখতে ৩৫ লক্ষ মানুষকে কার্যত গৃহবন্দি করল বেজিং। ভিয়েতনাম ও চিন সীমান্তে অবস্থিত একটি শহরে সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে বেজিং। দক্ষিণ গুয়াংসি প্রদেশের বাইসে নামের ওই শহরে বাস করেন অন্তত ৩৫ লক্ষ মানুষ। সম্প্রতি সেখানে ৭০জন মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তারপরই রবিবার থেকে শহরের মানুষকে জনকে অন্যত্র যেতে দেওয়া হচ্ছে না। সোমবার অর্থাৎ আজ সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভিয়েতনাম সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাইসে শহর। গত শুক্রবার সেখানে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তারপর দ্রুত আক্রান্ত…