corona vaccione

আলিপুরদুয়ারে করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে চা-বলয়ের স্বাস্থ্যকর্মীরা

আলিপুরদুয়ারে করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে চা-বলয়ের স্বাস্থ্যকর্মীরা

ভ্যাকসিন বাজারে চলে আসলে আলিপুরদুয়ার জেলায় কারা প্রথমে ভ্যাকসিন পাবে তার তালিকা জমা পড়ল নবান্নে। আলিপুরদুয়ার জেলার প্রথম করোনা প্রতিষেধকের জন‍্য জেলা স্ব‍্যাস্থদপ্তরের তরফ থেকে জেলার বিভিন্ন চা বাগানের স্ব‍্যাস্থকর্মীদের নামের তালিকা পাঠানো হচ্ছে নবান্নে । সেখান থেকে সেই নামের তালিকা রাজ‍্য সাস্থ দপ্তরের হাত ধরে চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে । সেই মোতাবেক প্রথম ধাপে জেলার চা বলয়ের স্বাস্থ্য কর্মীদের করোনার প্রতিষেধক দেওয়া হবে । এতে খুশি বাগানের স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত কর্মীরা। আলিপুরদুয়ার জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ গিরিশ চন্দ্র বেরা জানান , রাজ‍্য সরকার আমাদের কাছ থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে তার জন‍্য হেলথকেয়ার কর্মীর ডাটাবেস চেয়ে…
Read More