corona jodha

পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

‌পরিবহণ কর্মীদের করোনা যোদ্ধা হিসাবে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দায়িত্ব নিয়েই পরিবহণ কর্মীদের করোনার টিকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,‘"প্রাথমিকভাবে আমরা ১০০ জনকে দিয়ে শুরু করেছি। লক্ষ্য রোজ ৫০০ জনকে করোনার টিকা দেওয়া। অনেকগুলি বাস ডিপো যেমন হাওড়া, অহেন্দ্র মঞ্চ, তারাতলা, সল্টলেকে একসঙ্গে এই করোনা টিকা দানের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহণ কর্মীদের পাশাপাশি বেশ কিছু হকারদেরও টিকা দেওয়া হচ্ছে।" সরকারের এই প্রকল্পের ফলে এবার থেকে বাস চালক, কন্ডাকটার, অটো চালক, টোটোচালক প্রত্যেক পরিবহণ কর্মীরাই করোনার টিকা পাবেন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস সিন্ডিকেট সহ প্রত্যেক বাস মালিক সংগঠনই সরকারের এই…
Read More