29
Jun
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ। গীতালদাহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৬/২৯২ নং বুথে নির্দল প্রার্থী আব্দুল জলিল মিয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল আনুমানিক রাত ১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডাবাহিনী ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা ওই নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে নির্দল প্রার্থীর ছেলের বউ এর মাথায় বন্দুক ঠেকায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এছাড়াও প্রানে মারার হুমকি দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।