17
Jan
এত দিন রাত হলেই অন্ধকারে হারিয়ে যেত রাজপ্রাসাদ। তাই রাতের নিঃসঙ্গ প্রাসাদকে জীবন্ত করতে তার দেওয়ালে আলো ও শব্দ প্রক্ষেপণের মাধ্যমে তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।লাইট অ্যান্ড সাউন্ডের এই তথ্যচিত্রে ফুটে উঠবে কোচবিহারের রাজ আমলের ইতিহাস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা৷ জেলা প্রশাসনের তরফে ইন্ডিয়ান ট্যুরিজ়মকে বলা হয়েছে, প্রকল্পের আর্থিক ব্যায় সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য৷ প্রয়োজনে রাজ্য সরকার এই প্রজক্টে অর্থ অনুমোদন করবে৷ জেলা শাসকের কথায়, ‘রাতে রাজবাড়ির দেওয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হলে, তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে…