coffe house

ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস। লকডাউনের কারণে যা বন্ধ দীর্ঘদিন ধরে। তবে এবার তা আগামীকাল বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে। দিনভর নয়, স্রেফ তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা। শারীরিক দূরত্ববিধি মানতে হবে। এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। গত বছর, প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল। তবুও কফি হাউস ছিল কফি হাউসেই। স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে সবাইকে। তা হোক, তবু নস্ট্যালজিয়া ফিরছে তো আবার, ফিরছে আড্ডার টেবিলে কফির কড়া…
Read More