10
Aug
রাজার শহর কোচবিহার, তাই চারিদিকে ছড়িয়ে রয়েছে রাজ ইতিহাস। সেরকমই ইতিহাস রয়েছে মদনমোহন বাড়ির সন্দেশের। কোচবিহারে থেকে মদনমোহন বাড়ির সন্দেশ খায়নি, এরকম মানুষ নেই বললেই চলে। তাই প্রবাস ও প্রবাসীদের কাছে এই সন্দেশ স্বাদ নস্টালজিয়া। বর্তমান কোভিড পরিস্থিতিতে সমাগম কম ভক্তদের, তাই তলানিতে ঠেকেছে সন্দেশ ব্যবসাও। সমস্যায় পড়েছে সন্দেশ ব্যবসায়ীরা। ভক্তের উপর নির্ভর করে আছে তাদের সংসার। দীর্ঘদিন থেকেই তারা সন্দেশ বিক্রি করে আসছে মদনমোহন বাড়ির ঠিক উল্টো দিকে। গতবার লকডাউন সময় মন্দির বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনের, সেই সাথে ব্যবসায়ীদেরও পেটে টান ধরে। যদিও বেশ কিছু নিয়ম বিধি মেনে মন্দির খুললেও ভির নেই ভক্তদের। নতুন করে দুশ্চিন্তায় সন্দেশ ব্যবসায়ীরা। তারা…