09
Mar
তেলেঙ্গানার পেদ্দাপাল্লি জেলার রাষ্ট্র-চালিত সিঙ্গারেনি কোলিয়ারির একটি খনিতে দুর্ঘটনার পরে আটকে পড়া তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে খনির ভেতরে ধ্বংসাবশেষের নিচে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে,যার মধ্যে দুই কর্মকর্তা এবং একজন আউটসোর্স কর্মী,সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড(এসসিসিএল)সূত্র জানিয়েছে। সোমবার উদ্ধার অভিযান শুরু করার পর উদ্ধারকারী দলগুলো ম্যানুয়ালি ধ্বংসাবশেষ অপসারণ করছিল। সোমবার দুপুর ২টার দিকে আদ্রিয়ালা লংওয়াল প্রজেক্টে সাপোর্টিং কাজের সময় খনির ছাদের/পাশের দেয়ালের একটি অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে। সাতজন লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে এবং পরবর্তীতে উদ্ধার অভিযান চলাকালে একজন ওভারম্যান, একজন অপারেটর এবং একজন খনি শ্রমিক সহ মধ্যে চারজনকে উদ্ধার করা হয়।