Coach behar

লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

রাজ্য সরকারের পূর্ব ঘোষিত তৃতীয় ও চতুর্থ লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।কখনো দেখা গেল লাঠি হাতে কখনো দেখা গেল গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতে। এদিন আইন অমান্য করে যারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিল তাদের গাড়ি আটকে রাখা হয়।কোথাও আইন ভঙ্গকারীকে কান ধরে ওঠবোস করাল মহকুমাশাসক। রাস্তার মোড় গুলিতে ছিল কড়া নজরদারি।এদিন মহকুমাশাসকের সঙ্গে ছিলেন কোচবিহার থানার ওসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউন না মানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।তাদের থানায় নিয়ে যাওয়া হয়। কোচবিহারে লকডাউন সফল করতে এইদুইদিন বিভিন্ন জায়গায় পুলিশি পাহারা দেয় পুলিশ বাহিনী
Read More
৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

করোনার আবহে দেশের অর্থনীতি তলানিতে। গ্রাম বাংলার জনজীবন বিপর্যস্ত । লকডাউনের এই আর্থিক দৈন্যে কাজ হারিয়েছেন বহু মানুষ । এরকম পরিস্থিতিতে আজ কর্মহীন মানুষদেরকে প্রয়োজনীয় নিত্য সামগ্রী তুলে দেন মন্ত্রী রবি ঘোষ। জানা গিয়েছে কোচবিহারের নাটাবাড়ির ভুচুংমারিতে প্রায় ৫০০ মানুষকে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন। মন্ত্রী রবি ঘোষ জানান যে, করোনা আর লকডাউনে অনেক মানুষ কর্মহীন । তাদের হাতে কিছু প্ৰয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।করোনার আবহে অর্থনীতির চূড়ান্ত বেসামাল অবস্থায় অত্যন্ত বিপদে সাধারণ মানুষ। নাটাবাড়ির ভুচুংমারীতে ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী।
Read More