10
Oct
সরকারি পয়সায় আর চলবে না মাদ্রাসা এবং সংস্কৃত টোল, সাফ জানিয়ে দিল অসম সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি খরচে আর কোনো ধর্মীয়শিক্ষা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনতার করের পয়সায় ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব নয়। এই নীতি সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে।শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা অতীতে বিধানসভাতেই আমাদের সিদ্ধান্ত জানিয়েছিলাম। ধর্মীয় শিক্ষায় কোনও ভাবেই সরকারি অর্থব্যয় চাই না আমরা।" হিমন্ত বিশ্বশর্মা বলছেন, "বেসরকারি ভাবে চলা টোল মাদ্রাসা নিয়ে আমাদের কিছু বলার নেই। সেগুলি নিজেদের মতো চলতে পারে। আমরা কোনও মাদ্রাসা বা টোলের দায় নেবো না।"বর্তমানে রাজ্যে…