03
Apr
গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্ধারা পালিত একটি ধৰ্মীয় ছুটি দিন । এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে । খ্রিস্টিয় ধৰ্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের ক্রসবিদ্ধকরণ , মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়। শুক্রবার জলপাইগুড়ি শহরের নয়াবস্তির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ প্রতিবারের মতো এবছর দিনটি উৎযাপন হয়। চার্চের তরফে রেভারেন্ট বিপ্লব সরকার বলেন এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুড ফ্রাইডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন যীশু খ্রিস্টের সাতটি বাণী বিস্তারিত আলোচনা করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের অন্যান্য চার্চেও করোনা বিধি মেনে অনুষ্ঠান হয়েছে।