08
Jun
করোনা পরিস্থিতিতে আবেদন করেও লাভ হল না কিছু, খারিজ হল আবেদন। আবেদন মঞ্জুর করলনা আদালত। আগামী শুনানি পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। তিনি জেলবন্দি থেকে গৃহবন্দি থাকার আবেদন করেছিলেন। জেলে নয়, রাজধানী এক্সপ্রেস পণবন্দি এবং খুনের মামলায় গৃহবন্দি থাকতে চেয়েছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করল এনআইএ স্পেশাল কোর্ট। প্রেসিডেন্সি জেলেই থাকবেন রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। ছত্রধর মাহাতো তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন। আগামী ১৫ জুন ফের মামলার শুনানি। তিনি ছত্রধর মাহাতো, একদা মাওবাদী নেতা থেকে অধুনা রাজনৈতিক নেতা। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে…