20
Jun
ফের আবার জঙ্গি মদতে এগিয়ে এলো চিন। রাষ্ট্রসংঘে ফের চিনা কাঁটা। চিনের মদতেই ভেস্তে গেল কুখ্যাত জঙ্গি আবদুল রহমান মক্কিকে নিষিদ্ধ করার ভারত ও আমেরিকার যৌথ প্রয়াস। উল্লেখ্য, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিক। মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সইদের সঙ্গে জেহাদি কাজেও যুক্ত এই মক্কি। এছাড়া কাশ্মীর উপত্যকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র পাচারেও জড়িত সে। এমনকি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে হামলা হয় তার ব্লু প্রিন্টও তৈরি হয়েছিল হাফিজেরই নেতৃত্বে। কাশ্মীর উপত্যকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র পাচারে জড়িত রয়েছে সে। পাকিস্তানে আল কায়দার ‘স্লিপার সেল’গুলির সঙ্গেও সরাসরি নিয়মিত যোগাযোগ রাখে মক্কি। এক কথায় বলতে গেলে এই জঙ্গির হাতেই জঙ্গি গোষ্ঠী লস্কর ই…