13
Jan
টানা এক সপ্তাহ বন্ধ থাকার পরে অবশেষে তালা খুলল চিলাপাতা রেঞ্জ অফিসের। রেঞ্জ অফিস খুলে যাওয়ায় বনকর্তারা দ্রুত চিলাপাতায় কার সাফারির অনলাইন বুকিং-ও চালু করে দিতে চাইছেন। তবে জলদাপাড়া জাতীয় উদ্যানের আরও তিনটি রেঞ্জ অফিস অবশ্য এখনও তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। বন সহায়ক নিয়োগ নিয়ে আলিপুরদুয়ার জেলার জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন থেকেই আন্দোলন চলছে। গত সপ্তাহের সোমবার আন্দোলনকারীদের একাংশই চিলাপাতা রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। যার জেরে সে দিন থেকেই চিলাপাতায় কার সাফারি বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা রেঞ্জ অফিসের তালা না খোলায় পরে কার সাফারির অনলাইন বুকিং-ও বন্ধ করে দেয় বন দফতর। যার জেরে চিলাপাতা থেকে মুখ…