chikago speech

শিকাগো বক্তৃতার ১২৭ তম  বর্ষপূর্তি

শিকাগো বক্তৃতার ১২৭ তম বর্ষপূর্তি

আজ ১১ ই সেপ্টেম্বর, আজ থেকে প্রায় ১২৭ পূর্বে আজকের দিনে ১৮৯৩ সালে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বুক ফুলিয়ে বলেছিলেন, “আমি গর্বিত! কারণ আমি এমন এক ধর্মের মানুষ যা আমাদের বিশ্বকে সহনশীলতা আর গ্রহণশীলতা দুই'ই শিখিয়েছে। তিনি বলেছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, এবং সংকীর্ণতা পৃথিবী কে ধীরেধীরে হিংসাত্মক করে তুলছে। সভ্যতা কে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে ।স্বামী বিবেকানদের ভারত পরিক্রমায় সমগ্র ভারতের সঙ্গে যে আত্মীয়তা গড়ে উঠেছিল, সে আত্মীয়তাবোধ আমাদের তথাকথিত শিক্ষিত সমাজে আজও দেখা যায়নি! স্বামীজি কে ছিলেন সমস্ত বিশ্বকে ব্রাহ্মণের আদর্শে দীক্ষিত করতে। সেদিন শিকাগো ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে স্বামীজি যা বলেছিলেন তার সেই অবিস্মরণীয় বাণী শুধুমাত্র কিছু মুদ্রিত সংবাদপত্রের…
Read More