12
Mar
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনারপ্রতিবাদে এবার জলপাইগুড়ি শহরের রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস সমর্থিত গ্রাসরুট সোশ্যাল মিডিয়া কমিউনিটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায়জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি তোলা হয়। তা না হলে লাগাতার এই বিক্ষোভ চলবে বলে হুমকি দেন সংগঠনের সদস্য শুভঙ্কর মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপি দুষ্কৃতীদেরই দায়ী করেন আন্দোলনকারীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এই দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন আন্দোলনকারীরা। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি বিক্ষোভ সমাবেশ করা…