05
May
অভিযুক্ত ছত্রধর মাহাতকে ফের ৩০ মে হাজির করার নির্দেশ দিল কলকাতার এনআইএ আদালত। বুধবার দুপুরে অভিযুক্ত জঙ্গলমহলের এই নেতাকে আদালতে হাজির করা হয়। এনআইএ’র তরফে বলা হয়, ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে দু’টি মামলাতেই চার্জশিট হয়ে গিয়েছে। আমরা চাই মামলার শুনানি দ্রুত শুরু হোক। যদিও ছত্রধরের আইনজীবী সঞ্জয় সিং বলেন, আমরা আদালতের কাছে তাঁর জামিনের আর্জি জানিয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ হলেই এই নিয়ে শুনানি শুরু হবে। উল্লেখ্য, ছত্রধরের বিরুদ্ধে দু’টি মামলার একটিতে ১২ বছর আগে জঙ্গলমহলে এক সিপিএম কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যটিতে রাজধানী এক্সপ্রেসের চালককে অপহরণের অভিযোগ রয়েছে। বর্তমানে অপহরণের মামলায় জেলবন্দি রয়েছেন তিনি।