20
Nov
অবশেষে নানা টালবাহানা শেষে পুণ্যার্থীদের দাবি মেনে ছটপুজা হচ্ছে শিলিগুড়ি মহানন্দা নিরঞ্জন মৌলিক ঘাটে। গত কয়েকদিন ধরে ঘাট সমস্যা নিয়ে যেভাবে বাদ-প্রতিবাদ এবং চাপানউতর শুরু হয়েছিল তা নিয়ে চিন্তায় ছিল সাধারণ মানুষ। অবশেষে পুণ্যার্থীদের দাবি মেনে বেশ কয়েকটি জায়গায় রেলিং কেটে অবশেষে ছটপুজা হচ্ছে । এদিকে করোনা আবহে ছটপুজা নিয়ে গ্রীন ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের নির্দেশিকা মেনে চলার জন্য পুণ্যার্থীদের নির্দেশ কার্যকরী করতে ঘাটে উপস্থিত থাকবে প্রশাসন। এবারে করোনা পরিস্থিতিতে যেমন দুর্গাপুজা এবং শ্যামাপুজায় হয়েছিল ঠিক তেমনভাবেই এই পুজা কথা জানিয়েছেন। শারীরিক দুরত্ববিধি, মাস্ক, স্যানিটাইজেশন সহ নানাবিধ নির্দেশিকা মানতে ও নজরদারি করতে ঘাটে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।