22
Jul
অপেক্ষার অবসান। দ্বাদশের পর সিবিএসই বোর্ড প্রকাশিত করল দশম শ্রেণীর রেজাল্ট। আজ, শুক্রবার সকালেই প্রকাশিত করা হয় সিবিএস-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবার প্রকাশিত হল দশম শ্রেণীর রেজাল্ট। পাশের হার ৯৪.৪০ শতাংশ। দ্বাদশের মতোই দশমেও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। ১.৪১ শতাংশ বেশি ছাত্রী দশমের পরীক্ষায় পাশ করেছেন। এবারও প্রথম পাঁচে দক্ষিণের সাফল্য চূড়ান্ত। রাজ্যের মধ্যে প্রথম ত্রিবান্দ্রম, পাশের হার ৯৯. ৬৮%। তারপরে রয়েছে বেঙ্গালুরু, পাশের হার ৯৯.২২%। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই, পাশের হার ৯৮.৯৭%। চতুর্থ স্থানে আজমের, পঞ্চম স্থানে পাটনা। আবারও মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। মেয়েদের পাশের হার ৯৫.২১%। ছেলেদের পাশের হার ৯৩.৮০%। https://twitter.com/cbseindia29/status/1550404727938351104?cxt=HHwWgIDQrde4koQrAAAA ছাত্রীদের পাশের হার ছাত্রদের…