28
Apr
কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তাদের নতুন ফান্ড অফার (এনএফও) ‘কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড (একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম) লঞ্চের কথা ঘোষণা করল। এই ফান্ড বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক ৩০টি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিতে। ১৫ দিনের এনএফও পিরিয়ড শুরু হচ্ছে ২৩ এপ্রিল ও সমাপ্ত হবে ৭ মে। এনএফও-টিতে নিম্নতম বিনিয়োগের পরিমাণ হবে লাম্পসাম ইনভেস্টরদের জন্য ৫,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে, এবং এসআইপি-র জন্য ১,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। হেড–ইকুইটিস এবং এই স্কিমের ফান্ড ম্যানেজার শ্রীদত্ত ভান্ডওয়ালদার। কানাড়া রোবেকো এএমসি-তে তিনি গড়ে তুলেছেন ইকুইটি ফান্ড ম্যানেজমেন্ট টিমের একটি সুসংহত অঙ্গ। মিডিয়াম…