27
Aug
করোনা অতিমারির কারণে গত দেড় বছর ধরে কার্যত বন্ধ স্কুল-কলেজের পঠনপাঠন। তবে ক্লাস বন্ধ হলেও অনলাইন মাধ্যমে চলছে পড়াশোনা। এবার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই অতিমারির সময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর পর্যায়ে, সব কোর্সের ফি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিমারির কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমেস্টারের টিউশন ফি মুকুব করা হচ্ছে বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। এই প্রথম রাজ্যের কোনও প্রথম সারির বিশ্ববিদ্যালয় অতিমারির কারণে ফি মুকুব করার সিদ্ধান্ত নিল। ইংরেজি বিভাগের এক ছাত্রের কথায়, এই সিদ্ধান্তের ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা সব চেয়ে বেশি উপকৃত হবে। এই অতিমারিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁরাই।…