23
Sep
বাঁশ বোঝাই একটি ওভার লোডিং লরি পকেট রুটে ঢুকে পড়ায় বিপত্তি ঘটল জলপাইগুড়িতে ।জাতীয় সড়ক হয়ে জলপাইগুড়ির গোশালা মোড় দিয়ে ডেঙ্গুয়াঝাড়ের দিকে চলে আসে বাঁশ বোঝাই লরিটি । ওভার লোডিং থাকার ফলেসরকারি পলিটেকনিক কলেজ মোড়ের কাছে ঢুকতেই বেশ কয়েকটি বিদ্যুতের তাঁর ছিড়ে কংক্রিটের খুঁটি ভেঙে যায় । বুধবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে দোকানের উপর পড়ায় দোকানের টিনের চাল ভেঙে পড়েছে। ছিড়ে গেছে অপটিক্যাল ফাইবার সহ কিছু কেবলে টিভির তার ।এই ঘটনার জন্য বুধবার এলাকার বিদ্যুৎ পরিসেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ । এদিকে স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে বিক্ষোভ দেখান। ক্ষতিপূরণ দাবি…