bjp to tmc

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত । তৃণমূলের দাবি প্রতিদিন বিজেপি এবং অন্যান্য দল থেকে প্রচুর নেতা কর্মী তৃণমূলে ফিরছেন । কিছুদিন আগেই বিজেপির কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন ।আজ কোচবিহার দলীয় কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা কমলা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এর সঙ্গে পরিমল রায় বিজেপি মন্ডল সহসভাপতি কুমারজিত সরকারও তৃণমূলে যোগদান করেন । সিপিএম থেকে যোগ দেন আফরাজুল হোসেন । এদিন দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে যোগদান করান পার্থপ্রতিম রায় । তৃণমূলের দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের বিক্ষুব্ধ নেতা বা অন্য পার্টি থেকে আগত নেতারা যোগদান করলেন ।
Read More
রবি ঘোষের উপস্থিতিতে ৫৯টি বিজেপি পরিবার যোগ দিল তৃণমূলে।

রবি ঘোষের উপস্থিতিতে ৫৯টি বিজেপি পরিবার যোগ দিল তৃণমূলে।

কোচবিহারে দলবদলের হিড়িক চলছেই ।কোচবিহারে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে একাধিক কর্মী । গতকালই বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি শৈলেন্দ্র সাউ কয়েকশো পরিবার কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন । আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে নাটাবাড়ি বিধানসভার নেপাল খাতায় ৫৯টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন । রবি ঘোষ জানিয়েছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলে নেপালের খাতায় ৫৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।দলের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয় বলে সূত্রের খবর।
Read More