14
Sep
দরজায় কড়া নাড়ছে বিশ্বকর্মা পুজো। বাকি আর মাত্র কয়েকদিন। তাই মুর্তি গড়তে তোরজোড় শুরু করেছেন মৃত্তিকা শিল্পীরা। মূর্তি তৈরীতে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে কারিগর দের।তবে দেশের এই করোনা পরিস্থিতিতে এবছরে বিশ্বকর্মা মূর্তি খুব বেশি তৈরি করা হচ্ছে না বলে জানান তারা। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শিল্পী উত্তম পাল জানান, প্রথমে তাদের ধারণা ছিল যে এই বছর হয়তো পূজো হবে না । তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে । তবে বাঙালি দের সবচাইতে বড় পূজো দূর্গা পূজার বাকী আর মাত্র একমাস তাই তারা বিশ্বকর্মা মূর্তি কম তৈরী করে দুর্গা প্রতিমা গড়ার কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। মৃত্তিকা শিল্পীরা আরো জানান যে,…