12
Jan
এবার ফের বার্ড ফ্লু। ১০টি রাজ্যে ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। সেগুলো ছাড়াও বেশ কিছু রাজ্যে কমেছে মাংসের দাম। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সুগুনা ফুড প্রাইভেট লিমিটেড–এর কর্তা সৌন্দরারাজন বলছেন, করোনার মতো বার্ড ফ্লু নিয়েও মানুষ অকারণেই আতঙ্ক ছড়াচ্ছে।কেন? সেই ব্যাখ্যাও দিলেন সৌন্দরারাজন। তাঁর মতে, খামারের মুরগির এই ভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা খুবই কম। শীতকালে সাইবেরিয়া এবং অন্যান্য শীতের জায়গা থেকে উড়ে আসে পরিযায়ী পাখি। তারাই বয়ে আনে এইচ৫এন১। সাধারণত জলাধারের কাছে থাকে এই পাখিরা। আক্রান্তদের লালারস, চোখ বা নাকের জল থেকে ছড়িয়ে পড়ে ভাইরাস। সংক্রামিত হয় অন্য পাখিরা। সৌন্দরারাজন মনে করিয়ে দিলেন, এভাবে মুক্ত পাখিরাই মূলত সংক্রামিত হয়। খাঁচা বা খামারের…