17
Dec
২০১৮ থেকে পথ চলা শুরু করেছিলেন ইউটিউব এর সাথে, ভারতের জনপ্রিয় ইউটুবার মুম্বাইকার নিখিল এর ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন কুনাল। তিনি প্রথমে বাংলার নিউজ চ্যানেল ২৪ ঘন্টার সাথে কাজ করার পর বর্তমানে বাংলা টাইমস এর সাথে নিযুক্ত ছিলেন। তার নেতাজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বানানো নানান ভিডিও বার বার নেটিজেনদের ভাবাতে সার্থক হয়েছে. শুধু মাত্র তাই নয় ওনার প্রতিদিনের জীবন এবং ঘুরতে যাওয়ার নানান গল্প ফুটিয়ে তুলেছেন বারবার ,সুন্দরবন থেকে সিকিম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নানান মুহূর্ত বাঙালি কে মুগ্ধ করেছে। https://www.youtube.com/watch?v=BOJ5AINqRWA ইতি মধ্যেই ৫০,০০০ সাবস্ক্রাইবার পার করেছেন তিনি, সংখ্যাটা একটু কম হলেও ক্ষতি নেই, সুস্থ মানসিকতার ভিডিও পরিবারের সাথে…