16
Sep
ইসলামপুরের তাপস-রাজেশের মৃত্যু দিবসে সারা রাজ্যে "বাংলাভাষা দিবস" পালনের সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থীব পরিষদ। উল্লেখ্য বিগত বছর দুয়েক আগে ২০ সেপ্টেম্বরে দারিভিট গ্রামে স্কুলে শিক্ষক চেয়ে আন্দোলন করে। অভিযোগ সেই প্রতিবাদ আন্দোলনে পুলিশের গুলিতে রাজেশ বর্মন , তাপস সরকার সহ তিন জন ছাত্র প্রাণ হারান। শিক্ষাঙ্গনে পুলিশের গুলি চালনার ঘটনায় এবিভিপি প্রথম থেকেই বিরোধ করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় নেতা সপ্তর্ষি সরকার জানিয়েছেন পশ্চিমবঙ্গে দলদাস পুলিশের গুলিতে নিরীহ তাপস রাজেশের হত্যার প্রতিবাদে তারা সারা রাজ্য জুড়ে "বাংলাভাষা দিবস" পালনের কর্মসূচি নিয়েছে। সূত্রের খবর দারিভিটের ওই স্কুলে বাংলার শিক্ষক চেয়ে ওই তিন ছাত্ররা প্রাণ দেওয়ায় এবিভিপি র এই সিদ্ধান্ত…