27
Apr
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত দেশ। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বহু শহরেই বাইরে বেরোনো মানা। তবে সচল রয়েছে জরুরি পরিষেবা। এমন অবস্থায় গ্রাহকরা যাতে সহজেই টাকা তুলতে পারেন, সে জন্যই ভ্রাম্যমাণ ATM পরিষেবা ফের চালু করল HDFC ব্যাঙ্ক। এই পরিষেবার মাধ্যমে বেসরকারি ব্যাঙ্কের ATM গাড়ি রাস্তায় রাস্তায় ঘুরবে। প্রসঙ্গত, গত বছর করোনাকালে প্রথম এই পরিষেবা চালু করেছিল HDFC। আপাতত দেশের 19টি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আপাতত দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুনে, লখনউ, দেরাদুন, কটক, বিজয়ওয়াড়া, এলাহাবাদ-সহ 19টি শহরে এই পরিষেবা দেওয়া হবে। তবে এখনই কলকাতায় দেখা যাবে না HDFC ব্যাঙ্কের Mobile ATM। গতবছর সকাল…