13
Jan
কর্নাটক, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর এবার অসম। দেশে আবারও হদিশ মিলল HMPV আক্রান্তের। রাজ্যের ১০ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। যদিও এটা প্রথম নয়। অসমে এর আগে এই ভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছে। নতুন বছরে এটা প্রথম ঘটনামাত্র। অসমের ডিব্রুগড়ে ১০ মাসের ওই শিশু HMPV পজিটিভ হয়েছে। অসম মেডিক্যাল কলেজ এবং হাসাপাতালে আপাতত তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি এখন স্থিতিশীল রয়েছে। আশঙ্কার কোনও কারণ নেই। জানা গেছে, ৪ দিন আগে এই ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিল ওই শিশুর পরিবার। পরীক্ষার পরই তার শরীরে ভাইরাসের হদিশ মেলে।সবমিলিয়ে এখন দেশে মোট HMPV…