ashok bhjattacherjee

কোভিড পরিস্থিতি নিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

কোভিড পরিস্থিতি নিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

আগামী ২০ অক্টোবর প্রকাশিত হচ্ছে শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্যের বই । সূত্রের খবর আগামী মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হবে এই বইটি । বইটির নাম "করোনা,পূর্ব-উত্তর,নগরায়ণ এবং নগর অর্থনীতি"। অশোক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দক্ষ প্রশাসকের সঙ্গে বেশ কিছু বইও লিখেছেন । উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বাড়িতে আইসলেশনে ছিলেন তিনি । সেই প্রেক্ষাপটে শিলিগুড়ি তথা রাজ্যের কোভিড পরিস্থিতি তুলে ধরেছেন তাঁর এই বইয়ে বলে জানা গেছে ।
Read More
প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

করোনা থেকে সুস্থ হয়ে ওঠে প্রায় দুইমাস পর প্রশাসকের চেয়ারে বসলেন অশোক ভট্টাচার্য।গত ১৬জুন অশোক বাবু করোনায় আক্রান্ত হন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর প্রধান। তারপর প্রায় তিনসপ্তাহ বাদে সুস্থ হয়ে বারি ফেরেন তিনি।বাড়িতে এসে আবার হোম আইসলেশনে ছিলেন দীর্ঘ একমাস। অবশেষে প্রায় দুইমাস পর আবার কর্পোরেশনে দেখা গেল তাঁকে।কর্পোরেশনে এসে আজ রবীন্দ্র প্রয়াণ দিবসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন এক অনুষ্ঠানে। তবে তিনি এখন নিয়মিত পুরনিগম এলেও কারো সঙ্গে দেখা করবেন না এইমুহূর্তে এমনটাই জানা গেছে বলে সূত্রের খবর
Read More