24
Apr
থরহরি কম্প দশা।রোজ তার রেকর্ড ভাঙছে করোনা।করোনা সংক্রমণের তীব্রতা এতোটাই বেশি যে,চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম জটিলতার সৃষ্টি হতে পারে আগামীতে।তার জন্য বেশকিছু স্বাস্থ্যবিধি পালনে জোর দিয়ে শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করলেন অশোক ভট্টাচার্য। শনিবার স্মারকলিপির মধ্য দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন,শিলিগুড়ি পুরনিগম যাতে করোনা নিয়ে আরও সচেতন হয়।সেফ হাউজের সংখ্যা বৃদ্ধি পায় শহরে।বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগী আছে কিনা,সেই বিষয়ে সমীক্ষা চালানোর কথাও বলেছেন তিনি।শহরের কোথায় কোথায় করোনা রোগী আছে তার তালিকা তৈরি করে টেলি-মেডিসিন এর প্রক্রিয়া পুনরায় চালু করতে পরামর্শ দিয়েছেন।শহর স্যানিটাইজেশনের দিকে জোর দিতে হবে পুরনিগমকেই।আরও বেশকিছু বিষয়কে প্রাধান্য দিয়ে বামফ্রন্টের তরফ থেকে এদিন স্মারকলিপি প্রদানের…