arrested one

ভিনরাজ্যে পাঁচারের আগে  উদ্ধার কিশোরী, গ্রেপ্তার পাঁচারকারী

ভিনরাজ্যে পাঁচারের আগে উদ্ধার কিশোরী, গ্রেপ্তার পাঁচারকারী

বিয়ে করার টোপ দেখিয়ে ফুঁসলিয়ে ভিনদেশে পাঁচারের আগেই উদ্ধার করা হল এক কিশোরীকে। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।সূত্রের খবর উত্তর দিনাজুপুরের এক যুবক কিশোরী নাবালিকা বিয়ের টোপ দেখিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যাবার জন্য শিলিগুড়ি এনজেপি স্টেশনে আসে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ওই যুবক এবং কিশোরীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় অন্যান্য ট্রেন যাত্রী এবং দোকানিদের। এরপর স্থানীয় দোকানিরা খবর দেয় ১০৯৮ কে।১০৯৮ এর সদস্যরা এবং সি ডাব্লিউ সির সদস্যরা এসে ওই যুবক এবং কিশোরীকে উদ্ধার করে।এবং নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ তদন্তে জানতে পারে ওই যুবক কিশোরীকে ফুসলিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল ।এরপর পরিবারের লোকজনের…
Read More
লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

হাইকোর্টের নির্দেশে এবার কালীপূজা, জগদাত্রী পূজা এবং ছটপূজায় নিষিদ্ধ বাজি পটকা । হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন । আজ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড থেকে অবৈধ বাজি পটকা উদ্ধার করে পুলিশ । এর সঙ্গে হরিমাধব নামে এক দোকানদারকেও থানায় নিয়ে আসা হয় । পুলিশ জানিয়েছে নিয়মিত অভিযান চলছে শহরে । এদিন একটি মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার ক্রাকার বাজেয়াপ্ত করা হয়েছে।
Read More
ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কোচবিহারের পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। জানা গেছে ওই যুবকের নাম বাপ্পা। কয়েকদিন আগেই দুর্গাপুজাকে ঘিরে বিহারের এক ভিডিও বাংলার বলে নিজের ফেসবুকে শেয়ার করে। সূত্রের খবর ওই বিজেপি সমর্থক সেই ঘটনা বাংলার বলে বাংলার শাসন ব্যবস্থার বলে অভিযোগ করে । তারই প্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অভিযোগে নির্দিষ্ট মামলা রুজু করেছে।
Read More
লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত এক

লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত এক

লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল একজন। মালদায় সোমবার রাতে এই জাল নোট পাচারের আগেই মালদার বৈষ্ণব নগর থানার পুলিশ পাকড়াও করে ওই জালনোট চক্রের পান্ডাকে। পুলিশ মঙ্গলবার ধৃতকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত জালনোট কারবারীর নাম মতিউর শেখ (২৪)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৪ টি দুই হাজার টাকার জাল নোট । মোট জালনোটে পরিমাণ ১ লক্ষ ২৮ হাজার টাকা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই দুই হাজার টাকার বলে জানিয়েছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে পারলালপুর এলাকার গঙ্গার…
Read More
প্রিজন কারের তালা ভেঙে পালিয়ে যাওয়া চার অপরাধীর একজন গ্রেপ্তার

প্রিজন কারের তালা ভেঙে পালিয়ে যাওয়া চার অপরাধীর একজন গ্রেপ্তার

তালা ভেঙে পুলিশভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গেছে ওই অপরাধীর নাম রাকেশ মিস্ত্রি। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন খোলাচাঁদ ফাফরি এলাকায়। গতকালই জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়াকালীন সময়ে ভ্যানের তালা ভেঙে পালিয়ে যায় চার দুষ্কৃতি। এর পর থেকেই ওই অপরাধীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করে ভক্তিনগর এবং শিলিগুড়ির পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো শিলিগুড়ি জুড়ে। আজ গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্ত রাকেশ মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন পলাতকেরও খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করে কাজ শুরু করেছে।
Read More
হাতির দাঁত সহ গ্রেপ্তার এক মহিলা

হাতির দাঁত সহ গ্রেপ্তার এক মহিলা

সালুগাড়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সক্রিয়তায় আজ ওদলাবাড়ি থেকে উদ্ধার হল ৮০০ গ্রামের একটি হাতের দাঁত। সূত্রের খবর মালবাজারের ওদলাবাড়ির এক হোটেল থেকে এক মহিলার কাছ থেকে আস্ত একটি হাতির দাঁত উদ্ধার করেছে বনকর্মীরা। জানা গেছে ওই ধৃত মহিলার নাম জেমন্তী গুরুং। আজ ধৃত ওই মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।ঘটনার তদন্ত শুরু করছে ফরেস্ট অফিসাররা।
Read More
মালদায় ইংরেজবাজারে গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী

মালদায় ইংরেজবাজারে গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী । সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারী ইংরেজবাজারের যদুপুর গ্রামে ঢুকে আত্মগোপন করে ছিল। সেই মতো খবর ছিল পুলিশের কাছে আর সেই সূত্র ধরে সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম বাবু শেখ। পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়। এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক । তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি…
Read More
গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে চলছিল ভুঁড়িভোজের আয়োজন।গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে এক অভিযুক্তকে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে খবর মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার করা হয়েছে সোমরা ওঁরাও নামে একজনকে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ঘটনায় যুক্ত আরও পাচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর । তদন্তে কাজে লাগানো হচ্ছে দফতরের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরকে। ডুয়ার্সের গরুমারার জঙ্গলে ঢুকে ইন্ডিয়ান গাউর বা বাইসন মেরে মাংস খাওয়ার পরিকল্পনার ঘটনা এই প্রথম। ধৃতর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযোগ দায়ের করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক তিন…
Read More
রেলে চাকরি দেওয়ার প্রতারণায় অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে পুলিশ

রেলে চাকরি দেওয়ার প্রতারণায় অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে পুলিশ

রেলে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় প্রতারনার জাল বিছিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে ফেরার কমল দাস নামে এক ব্যক্তি ।অভিযুক্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে এনজেপি র কাছাকাছি গা ঢাকা দিয়েছিল ।কমল দাসের বিরুদ্ধে মালদায় বেশ কয়েকজন যুবক এর কাছ থেকে প্রচুর টাকা রেলে চাকরি দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। প্রতারিত এক ব্যক্তির সূত্র ধরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কমল দাস নামে ওই অভিযুক্ত কে গ্রেপ্তার করে। জানা গেছে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত কমল দাস ।কমল দাস কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে…
Read More