arrest two

ব্রাউন সুগার সহ দুজনকে আটক করল মাটিগাড়া থানার পুলিশ।

ব্রাউন সুগার সহ দুজনকে আটক করল মাটিগাড়া থানার পুলিশ।

এককেজি ব্রাউন সুগার, নগদ চার লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। জানা গেছে গোপনসূত্রে খবর পেয়ে এদিন মাটিগাড়া খাপরাইল মোড় থেকে বাস থেকে নামা দুজনকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ব্রাউন সুগার এবং টাকা উদ্ধার করে পুলিশ। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা খাপরাইল মোড়ে বাস থেকে নামছিল,ঠিক সেই সময় তাদের পকড়াও করে পুলিশ ।তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল । ধৃতদের নাম ইসমাইল হক,বয়স ৩৮,বাড়ি কালিয়াচক মালদা ।অপর ধৃত মোহাম্মদ কৌশার,বয়স ২২,বাড়ি বিশ্বাস কলোনি,মাটিগারা ।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তুলে…
Read More