20
Mar
সেনা শাসনের বিরুদ্ধে পথে নেমে মৃত্যু হল আরও ৮ জন আন্দোলনকারীর। শনিবার সকাল থেকে বেশ উত্তপ্ত ছিল আউংবান শহর। ক্রমশ পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যাচ্ছে মায়ানমারে। সেনা অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। এবার আরও একধাপ এগিয়ে বেসরকারি সংবাদপত্র বন্ধ করে দিল জুন্টা সরকার। সূত্রের খবর, শুক্রবার সকালেই শেষ সংবাদপত্র ছাপা হয় সে দেশে। ইতিমধ্যে প্রায় ৩০ জন সাংবাদিককে জেলে আটক করে রাখা হয়েছে। সংবাদপত্রের ওপর আক্রমণ প্রমাণ করে গণতন্ত্রকে পিষে মারছে মায়ানমার সেনা। আবার কবে সংবাদপত্র প্রকাশিত হবে কোনও ঠিক নেই। দেশের মানুষের আওয়াজ দাবিয়ে রাখতে কোনও কিছুর খামতি রাখছে…