26
Dec
বিনোদন জগতে ফের শোক সংবাদ। জলে ডুবে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। জানা যায়, থোডুপুজায় মালঙ্কারা ড্যামে স্নান করতে নেমেছিলেন অভিনেতা, স্রোতের তোড়ে নিয়মন্ত্রণ হারিয়ে ভেসে যান। অনিল নেদুমাঙ্গাদের প্রয়াণে দক্ষিণী সিনেমা জগতে শোকোর ছায়া নেমে আসে। আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল নেদুমাঙ্গাদ। থোডুপুজায় তাঁর পরবর্তী ছবি জজু জর্জের শ্যুটিং চলছিল। শ্যুটিংয়ের মাঝেই মালাঙ্কারা বাধে স্নান করতে নামেন তিনি, সেই সময়ই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।