12
Apr
বড়ো ঘোষণা করা হলো কেন্দ্র সরকারের তরফে। জঙ্গি হাফিজ সইদের ছেলে তলহা সইদকে সম্প্রতি 'চিহ্নিত সন্ত্রাসবাদী' তকমা দিয়েছে ভারত সরকার। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরেই তলহা সইদকে নিয়ে বড় ঘোষণা করে ভারত। এবার পালা মাসুদ আজহারের। তার ভাইয়ের প্রতিও কড়া অবস্থান নিল কেন্দ্র। জানান হয়েছে, কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের ভাইকে জঙ্গি তকমা দিয়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। ইউএপিএ আইনের অধীনে এবার জঙ্গি ঘোষণা করা হল মাসুদ আজহারের ভাই অমর আলভিকে। পুলওয়ামা হামলার মূল চক্রী…