19
Sep
রাজ্য সরকারের তরফে এবার নয়া উদ্যোগ। প্রসবের ক্ষেত্রে বাংলায় আসতে চলেছে নতুন মডেল৷ বিশ্বের অধিকাংশ আধুনিক দেশেই চালু রয়েছে এই মডেল৷ যেখানে চিকিৎসকরা নন, জটিলতাবিহীন নর্মাল ডেলিভারি করান প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা৷ সেই মডেল এবার চালু হতে চলেছে আমাদের রাজ্যে৷ তবে কোনও অন্তঃসত্ত্বার প্রেশার, সুগার, হার্টের সমস্যা, রক্তের অসুখ কিংবা ক্যান্সারের মতো গুরুতর সমস্যা থাকলে প্রসবে জটিলতার আশঙ্কা দেখা দিতে পারে৷ সে ক্ষেত্রে সাহায্য নেওয়া হবে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার শিক্ষক চিকিৎসকদের। আমাদের দেশে এই মডেল কার্যকর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পশ্চিমবঙ্গেও তা রূপায়ণের কাজ শুরু হয়েছে৷ এই কাজে সাহায্য করছে ইউনিসেফও। এই সংক্রান্ত প্রশিক্ষণকেন্দ্রের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিডওয়াফারি ট্রেনিং ইনস্টিটিউট। বাংলায় তার…