11
Feb
দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিবাদের পর অবশেষে জমি মিউটেশনের আবেদন করেছেন অমর্ত্য সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ এখনও বর্তমান। এরই মাঝে এবার নিজের নামে জমি মিউটেশনের আবেদন করেছেন তিনি। বোলপুর বিএলআরও অফিসে যোগাযোগ করে এই আর্জি জানান হয়েছে তাঁর তরফে। চলতি মাসের ২০ তারিখ ওই ‘মিউটেশন’ সংক্রান্ত শুনানি হওয়ার সম্ভাবনা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেন তাঁদের ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন। এই দাবি থেকে তারা নড়তে চাইছেন না। অর্থনীতিবিদের বোলপুরের বাড়ি 'প্রতীচী'তে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অমর্ত্য সেনের থেকে বাড়ির নথিপত্র দেখেছিলেন এবং স্পষ্ট বলেছিলেন নথি ঠিকই আছে।…