ankitandrinkini

উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের  অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

প্রকাশিত হল এবারের মাধ্যমিকের ফলাফল। উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে উত্তরবঙ্গে দ্বিতীয় তথা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রিঙ্কিনি। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুনাদিত্য সাহা রাজ্যে অষ্টম ও শ্রেয়া নবম স্থান অধিকার করেছে।কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র করন দত্ত এবছরের মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য সপ্তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। দিনহাটা গোপালনগর এম. এস. এস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে দিনহাটার ঋতম বর্মন।
Read More