Anjan Dutta

আর ‘২৪৪১১৩৯’ নয়, বেলা বোসের ফোন নম্বর পালটে গেল?

আর ‘২৪৪১১৩৯’ নয়, বেলা বোসের ফোন নম্বর পালটে গেল?

‘এটা কি ২৪৪১১৩৯, বেলা বোস তুমি পারছো কি শুনতে?’ অঞ্জন দত্তের সেরার সেরা সৃষ্টি এই গান। ১৯৯৫ সালে সৃষ্ট এই কালজয়ী গান আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। বহু প্রতিকূলতা পেরিয়ে চাকরি পেয়েই '২৪৪১১৩৯' নম্বরে বেলাকে ফোন করেছিল অঞ্জন দত্ত। ১৯৯৫ সালে অঞ্জন দত্ত যখন গানটা তৈরি করেছিল সেই সময় প্রায় সকলের বাড়িতেই ছিল ল্যান্ডলাইন। মধ্যবিত্তদের একমাত্র ভরসা ছিল ল্যান্ডলাইন। মুঠোফোন ছিল হাতে গোনা কয়েকজন ধনী ব্যাক্তির কাছে। তাই যদি এই গান অঞ্জন দত্ত ১৯৯৫ সালে না গেয়ে এখন গাইত তাহলে কোন নম্বর হত? এই প্রশ্ন পেয়ে কী বলেছেন অঞ্জন দত্ত? প্রশ্ন পাওয়া মাত্রই  অঞ্জন মিষ্টি হেসে উত্তর দেন, “ তাহলে আমি…
Read More