animal lover

লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

শিলিগুড়ি বাগরাকোটে সংশোধনাগারের দিক থেকে আসা এক রিকশা ও তার সঙ্গী লালু বন্ধুত্বের এক অনন্য নজির গড়লো। ঘড়ির কাটায় তখন সকাল সাতটা। সংশোধনাগারের মোড়ে দাঁড়িয়ে লালু। বাদল দাস নামক এক রিকশাচালক সেখানে এসে দাঁড়াতেই লালু তাতে সওয়ার হয়ে গেল। রিক্সা এগিয়ে চলে হাতি মোড়ের দিকে, সঙ্গে সকালের মিষ্টি রোদ কখন তাদের বন্ধুত্বে দারুন প্রশান্তি। বাদল বাবু রিক্সা দাঁড় করাতে লালু নেমে যায় সেই জায়গায়। এরপরই বাদল বাবু সেই জায়গা থেকে বেরিয়ে তার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়। দিনভর প্রচণ্ড খাটনি, ঠিক সময় মত আবার ফেরার সময় তার সঙ্গী লালুকে নিয়ে আবার সংশোধনাগারের কাছে নামিয়ে দেন। এই বাগড়াকোট এলাকায় বাদল বাবুর বাড়ি,…
Read More